কেন আর করো বেঈমানী, ও শ্যাম গুণমণি
আমারে বানাইয়া পাগলিনী ।।
বন্ধুরে, আমি যে তোর প্রেমের বাকসো, তুই তাহার ছুড়ানি
মালা মাত্তা সব কোঠায় বন্ধ, বন্ধ বিকিকিনিও ।।
বন্ধুরে, কূল গেলো কলঙ্কি হইয়া, হারাইলাম জোয়ানী
তোর পীরিতে বাসর ত্যাগী, লোকে জানাজানিও ।।
বন্ধুরে, গাছেতে চায় ছাতা পাতা, মাছেতে চায় পানি
আমি চাহি তোরে বন্ধু, অন্ধের পরশমণিও
বন্ধুরে, নিশিতে উদয় শশী, দিনে দিনমণি
জালালের আঁধার ঘরে, তুমিই যে রৌশনি ও ।।