জিন্দা পীরের মাজার একখান, যেয়ে দেখ সুন্দরবন
বাঘের ডাকে অন্তর কাপে, হুহু করে সমীরণ ।।
চিতাবাঘ আর ফুলেশ্বরী, বেড়াভাঙ্গা লোহাজুরি
চার রকমের হিংস্র বনে, ঘুরে বেড়ায় ইচ্ছামতন
দেখিলে তার মুখে দাড়ি, শত শত বাঘ শিকারী
গুলি আর বন্দুক ছাড়ি, পড়িয়া হয় অচেতন ।।
বুকে পিঠে নিশান করে, কেহ যদি গুলি ছোড়ে
লাফ দিয়া সে পড়বে ঘাড়ে, চোখ ঘুরাইয়া ঘন ঘন
রাজা বাদশা কতই আইলো, কত রঙ্গের মানুষ খাইলো
দন্ত নাহি, দীঘল মুখে, কই নিয়া সে করে গোপন ।।
পীরের দোহাই দিলে পরে, সকল বাঘেই মান্য করে
চুপে চুপে রাস্তা ছাড়ে, কোনোমতে রহে জীবন
নাক পেচা বাঘ কোমর উচা, এরে কেউ দিওনা খোচা
রক্ত খেয়ে করবে চোচা, জালালে কয় রেখো স্মরণ ।।