কামিনী ফুল ফুটিয়াছে
মধু খেতে লোভ করিয়া যাইয়োনা কেউ ফুলের কাছে ।।
রুপে তাহার মুগ্ধ হয়ে, কতজন তার কাছে গিয়ে
সর্বস্ব ধন হারাইয়ে, পথের কাঙাল সাজিয়াছে ।।
রং দেখিলে সেই ফুলের, মন গলে যায় সাধুজনের
দোষ দেখি ঐ কপালের, কাঁদিতে হয় পাছে পাছে ।।
মধু পানে হইলে মত্ত, হারায়ে যায় পুরুষত্ব
যে জানে গোপন তত্ব, তার কাছে সে হার মেনেছে ।।
মধু নয় সে সুধাবিন্দু, জালালে কয় প্রেমসিন্ধু
কি মোসলমান কিবা হিন্দু, নিত্য খাইলে মরা বাঁচে ।।