মন যদি তোর সুজন হইতো, চোর ডাকাত আসতোনা ঘরে
সারা জীবন গেলো কেবল, ভুলে পড়ে বেখবরে ।।
উপদেষ্টা নিয়া গুরুর নাম নিলেরে মন
ধ্যান রাখিলে জ্বলতো বাতি, হইতো রওশন
রক্ষা হইতো গুপ্ত সে ধন, ঘুমাইতে তুই জন্ম ভরে ।।
শত জন্ম সাধন করে, কি হবে আর ফল
জীবে শিবে মিল না হইলে, সকলই নিস্ফল
ধ্যান ছাড়া তোর নামে কেবল, কিছুই না করিতে পারে ।।
সাধনের ধন থুইয়া তোমার ঘরের ভিতরে
ব্রহ্মাণ্ড ঘুরিয়া বেড়াও, পাবে আর কই তারে
যোগ করে নাও নেহার করে, এই আকারে, সেই আকারে ।।
মরা হইয়া আছে জেতা, শক্তি পদ্মের তলে
কুম্ভকে জাগ্রত হবে, সাধু সিদ্ধায় বলে
জালালের দিন গেলো বিফলে, চিনলোনা তার আপনারে ।।