জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৯৯

কাম নদীতে জোয়ার এলে থাইকোরে সাবধান
বাও বাতাসের ভয় করিও, বাইওনা উজান ।।
দেহ নদী বড়ই গভীর, বাইলে তরী না মিলে তীর
তোমার ক্ষীর সাগরে, ঢেউ তুলিয়া হারাইয়োনা আপন মান ।।
এই দেহেতে কী সুর বাজে, কোন সুরে কোন মানুষ রাজে
তুমি বাঁক চিনিয়া বাইয়ো তরী, গাইয়া আপন ভাবের গান ।।
নাগিনী দেয় চোখ ইশারা, লুটেনা যেন মধুর ভারা
তুমি চুম্বকেতে চুমু দিয়া, মীন ধরিয়া কইরো পান ।।
জালাল উদ্দীন কয় ভাবিয়া, মনের মানুষ ধরতে গিয়া
ঘর ছাড়িয়া জগৎ ভ্রমি, পেলাম কতই অপমান ।।