জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১৪৮

মানব লীলা কী চমৎকার, বুঝতে পারিনা
মানুষ হয়ে নূরনবী, করেছেন কী ঘটনা ।।
আলেফে তে আল্লা বারি, পাঞ্জাতন পাক নূরী
মায়ার ছলে মীম হরফে, ছাপিয়েছেন রব্বানা
মোহাম্মদের মীম জুদা, চক্ষেতে দিয়াছে পর্দা
নইলে আহাদ আহমদ খোদা, এক বিনে দুই দেখি না ।।
আউয়ালে আহাদ নূরী, দুয়মে মোহাম্মদ জারি
ছিয়মে আদমতনে গুপ্ত মক্কা মদীনা
খোদা গেছেন মানুষ হইয়া, মানুষে তারে চিনলো না ।।
শরীয়তে চাবি দিয়া, রয়েছেন অমর হইয়া
অধিক বলা উচিত নহে, কলঙ্ক হয় ঘোষণা
মুনশি মোল্লা বেজার হবে, কাতলের হুকুম দিবে
হায়াতেন্নবী আছেন ভবে, জালাল তারে চিনলো না ।।