আপন জানিয়ে দেখিবো বলিয়ে
তাপিত মানসে কেন হইবো ব্যাকুল ।।
যদি তার তরে, কেদে কেহ মরে
কভু পেতে নারে, তবু চরণ ধুল
বুঝেও না বুঝি, কেন তারে খুজি
ছায়া কায়া নাহি যার, নহে সুক্ষ্ম স্থুল ।।
ডাকিলে জীবন ভরা, পাইনা শব্দ সাড়া
মাথা কুটে চিৎকারিয়ে করি যদি রোল
গালাগালি যদি দেই নিরবধি
খুশি বেজার বুঝিনা আর, বাড়ে গণ্ডগোল ।।
আছে কিবা নাই, প্রমাণে না পাই
শব্দ গন্ধ পরশনে কিছুই কূলাকূল
তারে ভুলে থাকা, হৃদয়ে রাখা
থাকা আর না থাকা, দুই ই সমতুল ।।
আমি আদি অন্ত, অবধি পর্যন্ত
হয়েছি হইবো কত, সিংহ বা শার্দূল
পৃথিবী জুড়িয়া ঠাই, আমার অস্তিত্ব নাই
আমা হতে শ্রেষ্ঠ যদি থাকে সেটা ভুল ।।
স্বভাবের গুণে সময়েরই টানে
আপন কাননে আমি বিকশিত ফুল
ঝরিয়া পড়িবো, ঘুরিয়া আসিবো
যতদিন না পাবে জালাল অনন্তের কূল ।।