আমিত্বের রাজা হইয়া, জীবন লইয়া
পড়ছি একটা বিষম গোলে
হইলোনা আর ঠিক সিদ্ধান্ত, ভ্রান্ত মনের অনুকূলে ।।
এ বিশ্ব ব্রহ্মাণ্ডময়, আমার মাঝে তোমার উদয়
তোমায় দেখা তবু না হয়, ভাসছি শুধু এই অকূলে ।।
খুদির মধ্যে খোদা আছে, তবু না খেয়ে তো কেউ না বাঁচে
আমার খাওয়াই তোমার সেবায়, হিসাব করলে পাই যে মূলে ।।
কষ্টের বোঝা মাথায় দিয়া, তুমি রইলে গোপন হইয়া
কত দুঃখ গেলাম সইয়া, জ্বালায় ভরা ভূমণ্ডলে ।।
জালাল উদ্দিন সারা জীবন, করলো কতই অন্বেষণ
সিদ্ধ হইলোনা রুপ দরশন, সাগর শুধু ঢেউয়ে দোলে ।।