কানতে কানতে জনম গেলো
কানলে কি ফল হবেরে আর
আঁকাবাঁকা নদীরে বাইয়া, ভাসছি বুকে নীল দরিয়ার ।।
সঙ্গীসাথী যত ছিলো, যার তার পথে ধাইয়া
নির্ণয় নাহি, কে জানি কি গেলো চলিয়া
যে দিকেতে চাই ফিরিয়া, দেখা যায়না কূল কিনার ।।
ভাঙ্গা তরী বেলাশেষে, এলেম জানি কই
তরঙ্গ তুফানে এখন কোথায় আশ্রয় লই ?
মরণমাত্র আছে বাকী, ব্যাথায় ভরা প্রাণ আমার ।।
চৌদিকে আকাশ ঘেরা, হাওয়ায় তুলছে ঢেউ
মাঝখানেতে একা আমি, আর নাহিরে কেউ
থাকলে তুমি আসো বন্ধু, ডাক শুনিয়া শেষ বেলায় ।।