জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫৩৭

দেখে শুনেই বুঝে নিলে, সবেই তুমি এ দুনিয়ার
দরকার হয়না একটুখানি, হাশর মাঠে দাড়িপাল্লার ।।
মানুষ যেদিন যায় মরিয়া, সেদিন তুমি তারে নিয়া
দিতে পারো যে যেখানে, যাওয়ার আছে অধিকার
তোমার একটু ইচ্ছাভরে, পলকেই সব হইতে পারে
মিছামিছি এত করে, হিজিবিজির নাই দরকার ।।
কই তোমার বেহেশতো রয়, দোজখটা কোনখানে হয়
পৃথিবীতে এর পরিচয় পাইলোনা কেউ কোথায় আর
রোম শ্যাম কি চীন শহরে, কোন দেশেতে রাখছো করে
কেমনভাবে আছে পড়ে, আলো কিবা অন্ধকার ।।
ধোকাবাজির কথা কইয়া, দিছো মনের ভয় ভাঙ্গিয়া
মানুষরুপে জন্ম নিয়া, প্রবোধ পাইনা পরিস্কার
নীরব হয়ে পড়ে আছি, যতদিনেই প্রাণে বাঁচি
জালালে কয় কাছাকাছি, গুমর ফাঁকে দেরী নাই আর ।।