জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬০৭

মানুষ পড়ছে কী গোলমালে
পাপী যারা স্থান লইয়াছে ধর্ম গাছের আড়ালে ।।
যাদের মনে থাকে সংশয়, বিপদ দেখেই লয় আশ্রয়
সাহস থাকলে আসবেনা ভয়, পথ পরিস্কার হলে
চক্ষে যারা দেখতে পায়না, রাস্তা ঠুকিয়াই চলে
কত গণ্ডা একুশ হাতি, উঠিয়া পড়ছে আগডালে ।।
হাজী গাজী মোল্লা খোনকার, মিথ্যাতে খুব অধিকার
সারা দিনে সত্য কথা দু একটা কয় ভুলে
বগলেতে পাঞ্জিপুঁথি তসবি মালা গলে
আল্লার সাথে হরদম বাতচিত, বোঝা যায় সে কথা কইলে ।।
যারা যত ইজার পরে, তারাই তত অন্যায় করে
লেংটা হয়ে আছে পড়ে, সাধু গাছের তলে
কারো সাথে গিয়া তারা, কিছু নাহি বলে
কোনোকিছুর ধার ধারেনা, হাল ছাড়িয়া রয় বেহালে ।।
ধর্ম গাছের চর্ম দিয়া, ঔষধ কি তাবিজ ভরাইয়া
আল্লা খোদার কসম খাইয়া, পয়সা মারে কলে
আসলেতে ফাঁকিঝুকি ফন্দি লইয়াই চলে
ধরা যায়না এই চালাকি, দেখে জালাল উদ্দীন বলে ।।