তাজ্জব হয়ে গেলাম বাবা, দিন দুনিয়ার ব্যাবহারে
চোরেরা খায় খোরমা পোলাও, সাধু ঘুরে দ্বারে দ্বারে ।।
পরের সম্পদ করে শোষন, ধনীর ঘরে হয়েছে ধন
খাট পালঙ্কে শুইয়ে এখন গাজা মদের আড্ডা মারে ।।
দাদা ছিলো যার চৌকিদার, বড় বড় উপাধি তার
মামারে কয় চাকর আমার বাপ বেটায় তামাক ভরে ।।
ভিতর খুজলে ঢোলের মত, বাবু মিঞা সাহেব কত
জাল জুয়াচোর উচ্চাসনে, সাধু রয় সব নীচে পড়ে ।।
জালাল কহে ভুল বুঝেছো, যতই চুরির পথ খুজেছো
নাতি পুতির ভাত মেরেছো, হিসাব দিবে এক্কেবারে ।।