জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪৪৬

মরার পেটে জন্মে মরা, মরাই আহার করিতেছে
আসা যাওয়া লক্ষকোটি প্রতিদিনেই হইতেছে ।।
মরার মাথায় ছত্রদণ্ড, মরায় খেলে লাই
মরায় ভরা ব্রহ্ম অণ্ড, মরা ছাড়া আর নাই
মরা মরছে সর্বদাই, পোড়া গাড়ায় নিতে আছে ।।
কি কারণে জন্ম নিয়া, কেন বা যায় মরে
কোথা হতে আসিয়া কই যায়গে দুদিন পরে
সেই তত্ব কেউ জানলোনা রে, ভুলের জালেই ঘুরিতেছে ।।
মরায় কাঁদে মরায় হাসে, মরাই হেটে যায়
মরা দেইখ্যা মরা মানুষ, ভয়েতে পলায়
মরা টানে চিতা মরায়, জেতাকে ফেলিয়া পাছে ।।
কালেতে উৎপত্তি জীবের, কালেই করবে লয়
পঞ্চে পঞ্চ মিশে গেলেই মরণ বলে কয়
জালালে কয় শমনের ভয়, সবের মনেই জাগিতেছে ।।