মায়ের সনে পারলামনা আর কোনো কৌশলে
দিনে দিনে শক্ত করে বাধিতেছে মায়াজালে ।।
হায় কি খেলা রসময়, খেলতে সদা ইচ্ছা হয়
সাথী হলো রিপু ছয়, যেতেছি তাই পথ ভুলে ।।
বিশ্ব মায়ের একই ছবি, আঁধারে উজ্জলে রবি
হাতে দিয়া নকল ছবি, ভবকূপে দিচ্ছে ফেলে ।।
পাড়ে উঠতে আশা করি, উঠিতে পড়িয়া মরি
বিপদকালে পাইনা তরী, ভেসে থাকি অকূলে ।।
এই না রঙ্গলীলার ফেরে, রাত্রদিবা জালাল ঘোরে
দিন ফুরায়ে এক দুই করে, চললো শুধু রসাতলে ।।