জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১১

মনপাখি তুই তারে ডাকি, কেন ভাসো আখিজলে
তারে ডাকলে আগুন জ্বলে ।।
ডাক ছেড়ে দেও ডাকিওনা, ভাব ছেড়ে দেও ভাবিওনা
সাধন ছাড়ো সাধিওনা, সাধলে উজান চলে ।।
যে পথে যাইতে মানা, সেই পথেই হও রওয়ানা
নিষেধাজ্ঞায় কান দিওনা, চলো উল্টা কলে ।।
সিদ্ধ পুরুষ ভবে যারা, উল্টা পথেই গেছে তারা
এই তার স্বভাবের ধারা, হাসে ভাসাইয়ে অকূলে ।।
পথে গেলে পন্থ ভুলায়, খুজিলে সে অমনি পলায়
খুশি থাকে অবাধ্যতায়, মান করিলে কোলে তুলে ।।