জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩৭৪

যে দাগা দিয়াছো তুমি, পীরিত বাড়াইয়া রে
নিঠুর কালিয়া, হৃদয় অনল যাও নিভাইয়া ।।
বন্ধুরে, শয়নে স্বপনে থাকি, আশার আশি হইয়া
যেদিন হইতে গেলা তুমি, কলিজা ছেদিয়া রে
বন্ধুরে, মনে কি পড়েনা তোমার, গেছিলা কি কইয়া ।।
কোন পাষাণী বেধে রাখছে, পাষাণে তোর হিয়ারে
বন্ধুরে চান থাকেনা মাসের মাসে, সবাই দেখে চাইয়া ।।
তুমি যেমন ছিলে তেমনি আছো, আমারে নাশিয়ারে
বন্ধুরে, ঘর পোড়া যার, লোকে দেখে দূরেতে থাকিয়া ।।
জালালের অন্তর জ্বলে, গোপন ব্যাথা লইয়ারে
নিঠুর কালিয়া, হৃদয় অনল যাও নিভাইয়া ।।