জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১৩৭

মেয়েরুপী কাল সাপিনী, জগত খেয়ে চেয়ে রয়
অবিচারে পুরুষ মরে, মেয়ে কিন্তু দোষী নয় ।।
যত আছে মায়ের বংশ, আদ্যশক্তি অর্ধ অংশ
তার কাছে সবাই ধ্বংস, ধনী কাঙাল যত হয় ।।
ফুল ফোটে যার বারো মাস, তাতে হয় শক্তি বিকাশ
তার চরণে হয়ে দাস, মধু খায় যে মৃত্যুঞ্জয় ।।
উথলিয়া লোহিত সাগর, তিন দিন ভাসে লহর
মানুষ গড়া ছাচের ভিতর, নূতন মানুষ জন্ম লয় ।।