জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫৮৩

সৃষ্টিতে আনন্দ ভরা, দেখে আমি আত্মহারা
জিয়ন্তে হইয়াছি মরা, কোথায় রইলা জগৎ স্বামী ।।
জ্ঞানী হয়ে কিতাব লয়ে বিদ্যার বড়াই করছি কত
অহংকার এসেছে মনে কে আছে আর আমার মতো
ঠিকের হিসাব নিতে গেলে, সংসারেতে যে যা বলে
সবেই মিথ্যা কুতূহলে ভ্রমে ঘুরায় দিবাযামী ।।
এই রহস্য সৃষ্টি নিয়া, মীমাংসা নাই কিছু আর
ডিগ্রী লইয়া মস্ত হইয়া, পাইলাম কত পুরস্কার
সবারই সমস্যা মূলে, দিন যাইতেছে গণ্ডগোলে
জগৎ চলছে ভুলে ভুলে, করছে সবেই পাগলামী ।।
কেহ মরে কেউবা মারে, যার তার জুড়ে ধরছে আড়ি
খেলা শেষে এক নিমিষে ফিরতে হয় যার তার বাড়ি
দুই রঙ্গেতে রাতদিন আঁকা, সহস্র পল্লবে ঢাকা
এর ভিতরে যায়না থাকা, জালালের মন উর্দ্ধগামী ।।