জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৭০২

শ্রদ্ধা নদীর বাইন্ধা রাইখ্য কূল
আসবে অলি, ভাসবে সুভাস, ফুটবে যেদিন ফুল ।।
বিজলী ঠাডার ভয়ে করো না
কূল ছেড়ে অকূল ধরো না
প্রেম পাথারে সাঁতার কেটে পাবে নদীর মূল ।।
ঢেউ উঠিলে নদীর জলে, শান্তি সাগর হাওয়ায় দোলে
রসের খেলায় অরসিকের ভাঙ্গে মনের ভুল ।।
নামের লিঙ্গে রমণ করে, বিশ্বকান্তি আনবে হরে
অন্তরে অন্তরে তৃষ্ণা রইবেনা এক চুল ।।
ভক্তিমার্গে যেয়ে মানুষ, দিবা নিশি রয় যে বেহুশ
জালাল উদ্দিন তারেই পেয়ে, মাখলো গায়ে চরণ ধূল ।।