কী ছুরত বানাইলে খোদা, রূপ মিশায়ে আপনার
এই ছুরত দোজখে যাবে, যে বলে সে গোনাগার ।।
মানব সুরতের মাঝে, তুমিই আছো তোমার কাজে
আদম বানাইলে কি বনলে তুমি, লীলা বোঝা হলো ভার ।।
মানব দেহেতে খোদা, দম থাকতে না হবে জুদা
কেবা আদম, কেবা খোদা, কে করিবে কার বিচার ?
দেখিলাম দুনিয়া ঘুরে, দুই সুরত এক মিল না পড়ে
লক্ষ কোটি আকার ধরে, সাজিলে তুই নিরাকার ।।
এত রুপ যে ধরতে পারে, তোমরা কী বলো গো তারে
হয় কি না হয় এই আকারে, বেহদ রুপে আপনার ।।
যে ডুবছে ঐ রুপের শানে, কালির লেখা আর কি মানে
জালাল উদ্দিন এ জীবনে, সার বুঝেছে এক আকার ।।