জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪০১

বন্ধুয়া বৈদেশে গেলো গো, প্রাণ ললিতে
আজ আসবে কাল আসবে বলে ।।
সখিরে, আশার আশে, দিন তো গেলো, পুড়ি প্রেমানলে
ফুলের মালা বাসি হইলে ভাসাই গঙ্গার জলে গো ।।
সখিরে, কোন পথে গিয়াছে ধনী, কে দিবে আজ বলে
প্রেম ফাঁসি গলে বান্ধা, ছিড়বো কি কৌশলে গো ।।
সখিরে, শ্রাবণেতে তাজা পানি, চলে নদী বাইয়া
তাজা আমার সাধের যৌবন রাখিলাম আটকাইয়া গো ।।
সখিরে, বৈশাখেতে বুড়ির সুতা, পুবের হাওয়ায় আসে
আমার সুতা অন্তরেতে কাটি বারো মাসে গো ।।
সখিরে, আষাঢ় আইলে কুরুয়া যায়, রাবণের চিতায়
মন শ্মশানে পুড়ছে জালাল, মরণেরই দায় গো ।।