মুই হতে তুই প্রকাশ হইলা গো এলাহি
জগতে জাগাইলা নামের ধ্বনি ।।
ও এলাহি আলেপের ছুরত লইয়া, ভিতর থেকে বাহির হইয়া
জুদাই নূর নিরখিয়া রহিলা গোপনি
বুঝেছি বাতেনের ঘরে, আমাকে আশ্রয় করে
জন্ম নিলা তুমি খোদা, জগতের পিয়ারী গো এলাহী ।।
ও এলাহী, এই না ভবের বাজারেতে, আসিয়া নানান ছুরতে
আমায় ছেড়ে এক মুহুর্তে থাকতে আর পারোনি
মিলনের যে ক্রিয়া কানুন, তার মধ্যেই রইয়াছে গোপন
প্রেমিক বিনে সেই কথা আর কার কাছে প্রকাশি গো এলাহী ।।
ও এলাহী, চান সুরুজ হইবার আগে, ছিলা হুহায়ের গর্ভে
আমি তোমায় আনছি ভবে, গেছো তাই পাশুরী
আমাতে আসিয়া পরে, সৃজনের কামনা করে
সহবাসের মধু তুমি পান করিয়া গেলি গো এলাহী ।।
ও এলাহী, আলেপ হে মীম দাল নগরে, রয়েছো কৌশল করে
আদমপুরে দমের ঘরে আল্লাহু ভাসালি
নিঃশ্বাসেতে আসা যাওয়া, উপরে নীচে টানে হাওয়া
জালালি রুপের কায়া, নিজেই ধরে নিলি গো এলাহী ।।