জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩৪৯

গুইল মারা যায় গাতে
অভাবেতে দেশ লয়েছে, পয়সা নাই লোকের হাতে ।।
দেখেছি রাজপথে, ভিজা বিড়ালের মতে
এক একটা দল বাধিয়া ঘুরে বাপে পুতে
মোটাসোটা লাঠি একটা থাকে সবার হাতে
বাড়ি দিয়া মারেনা গুইল, দৌড়াইয়া নিয়া ধরে দুহাতে ।।
এই দেশেতে কত মানুষ, পয়সা হলে রয় সন্তোষ
পাঁচ টাকা এক গুইলের চামড়া, শুনছিনা জগতে
তৈল সাবান আয়না কাকুই, কিনে স্ফূর্তির সাথে
গুইল মারিয়া চামড়া বিকায়, মিশি লাগায় বৌয়ের দাতে ।।
যদি গুইল বেড়ে পড়ে, পুতে কয় বাপ বেটারে
ছুটে যাবে রও হুশিয়ারে, বলছি ভালোমতে
একদিন একটা গুইল ছুটিয়া গেলো জঙ্গলাতে
তারা তখন ঝগড়া করে, বাপেরে নিয়া পুতে জাতে ।।
বুড়ায় বাড়ি গিয়া পরে, বুড়ির সঙ্গে আলাপ করে
আজ আমারে জাত্তিয়া মারছে, এই যে পুঙ্গির পুতে
বুড়ি বলে গেছিলা কেন, ব্যাক্কেলেরই সাথে
বুড়া যদি মরতো হায়রে, রইতাম আমি কার সাথে ।।
জালালে বাধিছে গান, শোন হিন্দু মুসলমান
এই দেশের গেছে সম্মান, পড়ে অভাবেতে
ঘরের মধ্যে ভাত না রইলে, কি করবে তার জাতে
জাতের বড়াই ছেড়ে দিয়া, কাজ করে খাও দিনে রাতে ।।