লোকে যে না শোনেরে বন্ধু, লোকে যে না শোনে
জলেরই ছলে ঐ তরুয়া তলে, দেখিতে আসি অতি গোপনে ।।
শুইলে শয্যায় ধরেনা নিদ্রায়, অন্তর জ্বলিয়ে যায় প্রেম আগুনে
বধুয়া বিহনে উদাস পরাণে, ঘরের কোণে আর রহি কেমনে ।।
গোপনে পীরিতি মধুর অতি, পথের সাথী পায় কয়জনে
পর অধীন থেকে যদি মন রাখে, কে জানি দেখে কোন সন্ধানে ।।
কত যে আদরে নয়ন ভরে, দেখিতে তোমারে বাসনা মনে
ভুলে না যাইয়ো, মনেতে রাখিও, দেখা দিও নিদান মরণে ।।
না পেয়ে তোমারে এই না অন্তর, পোড়ে শয়নে আর স্বপনে
বিরহীকে নিয়া মেঘেতে মিশিয়া, নিভাও জ্বালা দূর গগনে ।।