তুমি জানবে কি আর সময় গেলে, দিন থাকতে মন হুশ করলেনা
জন্ম নিয়া কী করিয়া দিন ফুরাইলে, ভেবে দেখলে না ।।
দেহের মধ্যে এটে রয় তোর ব্রহ্মাণ্ড বিশাল
উপরেতে আকাশ রহে, নীচেতে পাতাল
এর ভিতরে যে মালামাল, হেলায় তাহার খবর নিলেনা ।।
স্বর্গ মর্ত্য পাতাল জুড়ে, পরম পুরুষ হয়
তারে চিনতে পারলে রে মন, রয়না কোনো ভয়
হয় কি না হয় তার পরিচয়, একবার গিয়া দেখে আয় না ।।
গত কালে শত মানুষ কত দেশেই এলো
মিলন ফুকে, বাঁশি মুখে, নানান সুর বাজাইলো
তাই শুনিয়া ভাব জাগিলো, এই স্বভাব কেউ ছাড়তে চায়না ।।
বেদ নৈবেদ্য উপাচারে, মনেরই ফুল তুলিয়া
ভক্তিভাবে গাঁথো মালা, জালালী নাম নিয়া
পড়ে থাকো শুদ্ধ হইয়া, দুষ্টের ধারে আর যেয়োনা ।।