জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫১১

প্রাণের বন্ধুরে, তোর বিচ্ছেদে জ্বলে আমার প্রাণ
হয়তো মোরে দেখা দেও, নইলে নিয়া দেও কোরবান ।।
প্রম জ্বালা দিয়া মোরে, মন করে উতালা
কার কাছে বলিবো দুঃখ, কে বুঝিবে সেই জ্বালা
প্রেমের ফাঁসি গলায় দিয়া, কোথায় থেকে মারো টান ।।
এই দুনিয়ার ভালবাসা, যত রকম মমতা
সবেই আমার বিষ লাগিছে, মিষ্টি লাগে তোর কথা
হৃদয়পুরের গুনগুন সুরে, গাইতেছি তোমারই গান ।।
দীনহীনের মনপ্রাণ, সব দিয়াছি খুলিয়া
হেরিয়া তোমার ছবি, নয়ন গেছে ভুলিয়া
তব রুপ নিরখিয়া, যাক না গেলে জীবন মান ।।