জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৭৫

নামের মধু খাইলে পরে জীবন ভরে
পড়বেনা আর কোনো গোলে ।।
যে নাম হাওয়ায় ঘুরে, হৃদয়পুরে
আপনি আপন কথা বলে
জীব জানোয়ার বৃক্ষলতা, বলছে কথা
যার তার মতে, একই তালে ।।
আপনি আপন বাজে বাঁশি, গয়াকাশী
ঢাক ঢোলক আর খোল করতালে
সেই কীর্তনের বাদ্য শুনে, সাধুজনে
চোখ মুদে রয় গাছের তলে ।
মানুষেতে স্মরণ লইয়া, চরণ চাইয়া
দেখলো যারা আঁখি মেলে
তাদের চোখে সব দেখা যায়, বন জঙ্গলায়
বাস করতেছে রাজ্য ফেলে ।
জালাল কয় মোর প্রেম সরোবর দেহের ভিতর
দেখলাম না আর ইহকালে
জীবন গেলো কথা কইয়া, চুপ না হইয়া
রাত দিন কাটাই গণ্ডগোলে ।।