জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২৫৪

ঘাটে মাঠে চলে গাড়ি, কিবা আজব কল
খাটেনা কার বাহাদূরী, পুরাণ হলে হয় দুর্বল ।।
অষ্টধাতুর মেশিনখানি, আগুন জ্বেলে খোদ কোম্পানী
মাতৃমূর্তি কুণ্ডলিণী বসিয়া রয় চতুর্দল
হাওয়ার পাখা হাতে নিয়া, সেই আগুনের কাছে গিয়া
রাত্রদিনে বাতাস দিয়া, ভিতরেতে রাখে শীতল ।।
জলের কোঠায় ঝংকারিলে, জল চলে যায় উর্দ্ধনালে
ব্রহ্মজালে তিনটি নালে, টপ টপ করে পড়ে জল
কয়লার ছালি ময়লা ধরে, দিনে একবার বাহির করে
বাতি না জ্বালাইলে পরে, হয়না গাড়ির চলাচল ।।
দুই দিকে তার হাইতনা তাওয়া, দুইটি চাকা ডাইনা বাওয়া
নিত্য নূতন মন্দা হাওয়া, এই তাহারই শক্তি সম্বল
যার হইয়াছে মেশিন খাটি, কামারের পোড়া মাটি
রং ধরাইলে পরিপাটি, চিনা যায় আসল নকল
জালাল উদ্দীন পৃথিবীতে, পারলোনা এর যত্ন নিতে
বেচে আছে কোনোমতে, লয়ে শুধু কর্মফল ।।