জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪৮৮

ভক্তি রাজা শক্তি রাণী, যে দেশে মন বসত করে
শান্তি সুখে আছে প্রজা, ভয় বিপদ নাই জনম ভরে ।।
রাজ্য নষ্ট রাজার দোষে, প্রজা পলায় ডরে
নারীর দোষে পুরুষ নষ্ট, ভাত থাকেনা ঘরে
ধর্ম রাজার কর্ম হেরে, সাধু ভাব রয় সব অন্তরে ।।
প্রেম বাতাসে কামের নায়ে বাদাম তুলিলে
ভব পাড়ি দিয়া যায় সে, পড়েনা গোলমালে
চলছে মানুষ যার তার তালে, মায়া মোহের ফান্দে পড়ে ।।
সুমতি কুমতি নামে, দুইটি রাজ মহিষী
ছোটরাণীর কাছে রাজা, থাকিতে চায় বেশী
সঙ্গে লইয়া প্রাণ প্রেয়সী, শক্তির জোরে সাধন করে ।।
শান্তি শুদ্ধি ক্ষমা দয়া, তৃপ্তি আর নিবৃত্তি
সুমতির সঙ্গে থাকে সবেই শুদ্ধ মতি
দিন থাকতে কর পথের গতি, শেষে জালাল পারবি নারে ।।