জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫০৭

নাই তুমি নাই আলেক সাঁই, মিশে গেছো আলো হাওয়ায়
দুনিয়াই জুড়ে কতই করে, তালাশিয়া কেউ না পায় ।।
আব আতস আর খাক বাত নূরে, মিশিয়া যোগ হইলে
তাই তো আল্লা গোপনভাবে এতটা দিন রহিলে
বেজার হবে উচিত কইলে, কও শুনিহে রও কোথায় ।।
ফুল সাজিয়া সুন্দর হইয়া, রসে ভরছো রঙ্গিন ফল
তিতা মিঠা হয়ে আছো, অমৃত আর হলাহল
মিছামিছি নামটি কেবল লইতেছে এই দুনিয়ায় ।।
চান সুরুজে আবাস তোমার, মেঘের গায়ে মিশে রও
মখলুকাতের মাঝে থেকে, প্রমাণে সব কথা কও
কোনোদিনে আমার না হও, প্রাণ গেলো তোর পিপাসায় ।।
রক্ত ঝরে অবিশ্রান্ত, বিহরে মোর ফেটে বুক
সন্ধ্যাকাশে সিন্দুর মেঘ তাই, দেখা যায় যে লাল টুকটুক
জালালে কয় তাতেও সুখ, শেষে যদি পাওয়া যায় ।।