প্রেম আশায় এ দুনিয়ায়, জীবেরে সাঁই দেয় জীবন
সৃষ্টি করে জগত সেরা, আদম নামটি রাখে তখন ।।
কিবা মনের অভিলাষে, মজিয়া আপনা রসে
প্রকাশিত মানুষ বেশে, আত্মা রূপে রয় গোপন ।।
নিত্য নূতন রঙ্গে পয়দা, বিকশিত একই খোদা
প্রেমপুরীতে নয় সে জুদা, ঘটে পটে নিরঞ্জণ ।।
ধ্যান করিলে লাল কমলে, দেখা যায় ভূমণ্ডলে
বিশ্বাস নিলে অন্তরস্থলে স্বরুপে অরুপের গঠন ।।
প্রেম হইতে মায়া আসে, মায়াতেই জগত ভাসে
মায়ামুক্ত হইলে শেষে, প্রেমের সুখে হয় মরণ ।।