যে জ্বালা দিয়াছো প্রাণে, ভুলতে নারি এ জীবনে
আশা ভরসা প্রেম পীরিতি ভেঙে গেলো একদিনে ।।
যখন ছিলো প্রথম দেখা, জলেতে যাইবার পথে
তখন কিবা বলেছিলে, ধরে কতই পায়ে হাতে
এখন আবার কিবা দোষে, কলঙ্ক জগতে ঘোষে
ঘুরে বেড়াও আশেপাশে, চেয়ে চেয়ে আড়নয়নে ।।
আগে যদি জানতাম বধু, এমন করিবে তুমি
তবে কি আর প্রাণ সপিয়া হইতাম এত বদনামি
যৌবনের কটরা খুলে, নাহি দিতাম হাতে তুলে
না চাহিতাম আখি মেলে, তোমারই চাঁদমুখ পানে ।।
যাওহে পিয়া, এসোনা আর জ্বালাইতে এই অভাগীরে
সারা জীবন একাকিনী, ভাসতে আছি আঁখি নীরে
মালা তোমার ছিড়ে দেবো, ভালবাসা ভুলে যাবো
জালাল কহে বেধে নিবো, হৃদয় আমার পাষাণে ।।