জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪১৪

ত্রিতাপ জ্বালায় প্রাণ জ্বলে যায়
বাতাসে প্রাণ জুড়ায় নারে
ধাইয়া জ্বলে ইন্দ্রের আগুন, জল দিলে আর নিভে নারে ।।
হইয়াছি সঙ্গতিহীন, লোকে মোরে বাসে ভিন
এমন করে আর কতদিন, পুড়িবো অন্তরে
কোনবা দেশে আছে বন্ধু, কেমনে দেখা পাইবো তারে ।।
বাহির ভিতর পোড়া ছালি, সর্বাঙ্গে কলঙ্ক কালি
কার কাছে এই দুঃখ বলি, নাই কেহ সংসারে
অচিন দেশে ছাইড়্যা গেলো প্রাণ, সপিয়াছিলাম যারে ।।
সহায় সম্পদ হারা, বন্ধের লাগি বহে ধারা
জীয়ন্তে হইয়াছি মরা, দিন যায় এক দুই করে
সব গিয়াছে জন্মের মতো, ঘুরছে জালাল দ্বারে গো দ্বারে ।।