জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪২৭

বন্ধু কই রইলা রে, অকূলে ভাসাইয়া
লাহর দরিয়ার বুকে রইলাম সাঁতারিয়া
বন্ধু কই রইলা রে ।।
বন্ধুরে, কূল নাই কিনারা নাই, উঠছে কত ঢেউ
এমন নিদান কাল, সঙ্গী নাই মোর কেউ ।।
বন্ধুরে, তোমার আশায় আসিয়াছি, সকল হারাইয়া
কোন পরাণে এখনও তুই রইলে লুকাইয়া ।।
বন্ধুরে, সুতের শ্যাওলা হইয়া, ভাইস্যা ফিরি একা
প্রাণ থাকিতে একবার আইস্যা, দিলেনা আর দেখা ।।
বন্ধুরে, পাহাড়ে কান্দিতাম যদি, পাষাণ হইতো পানি
দুনিয়াতে রইয়া যাইতো, লোকের জানাজানি
বন্ধু কই রইলা রে ।।