জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১৮২

অভাগীরে স্বপ্নে যদি দেখা দিলে
দিন থাকিতে তবে কেন, ডাক দিয়ে না কাছে নিলে ।।
না চাহিতে আমি তোমায়, নিজে এসে চাইলে আমায়
সেই অবধি আশায় আশায়, ভাসিতেছি প্রেম সলিলে ।।
না জানিয়ে তোমার খবর, কতকাল ছিলাম কাতর
অবশেষে আজিজ মিশর নাম দিয়ে কই লুকাইলে ।।
স্বপনের সেই চিত্ররেখা, না পাশরি মুই জুলেখা
ভাবিলাম দিবে দেখা, সপ্তমখানার দ্বার খুলিলে ।।
দোহে দোহার প্রেমে মত্ত, এরূপ ভবের ছবি কত
দেখাইলাম শতে শত, নয়ন ঢেকে পলাইলে ।।
ছিড়ে রেখে অঙ্গের বসন, জেলখানায় দিয়ে তখন
তবু তোমার করতাম যতন, পাষাণ তুমি না বুঝিলে ।।
নিশ্চয় একদিন স্ব বাহনে, হয়তো পথে, নয় কাননে
দেখা হবে এ জীবনে, জানবে কী দুঃখ আমার দিলে ।।
ফিরায়ে দে যৌবন আমার, প্রণয় সুখ চাহিনা আর
পীরিতি যাতনা সার, মান করে রয় পায় পড়িলে ।।
জালালে কয় চল্লিশ বৎসর, বিরহে দহিছে অন্তর
এলে নারে প্রাণের ভোমর, আসবে কি আর মরিলে ?