জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৮৫

জাতি ধর্ম বলে কারে
জাতে জাতে যার তার মতে, গেছে ধর্ম বিভাগ করে ।।
যে বলুক যেমন আমায়, ধর্ম হবে কার্যতায়
নিরাকার চৈতন্য প্রভু, ভেদ নাহি জাত বিচারে ।।
সৃষ্টিকর্তা সবার একজন, সমান দৃষ্টি করে
এক ভিন্ন দ্বিতীয় নাহি, নহে সে গণ্ডির ভিতরে ।।
খণ্ড করে ভাবে যারা, কিছুতেই পাবেনা তারা
মিছে কেবল শাস্ত্র পড়া, হিংসানলে পোড়ে
থাকলে আছে সবার কাছে, সব ধর্মের ভিতরে
একেশ্বর সত্য কথা, আবোল তাবোল দেওগে ছেড়ে ।।
যেদিন তোমার এই নয়নে, দেখে শান্তি আসবে মনে
নারী পুরুষ ছোটো বড় সম জ্ঞান করে
সেদিন তারাও দেখবে তোমায়, সমান ভক্তিভরে
জালালে তাই প্রাণ খুলিয়ে, বিশ্বপ্রাণের সাধন করে ।।