কূল নাই দরিয়ার পাড়ে, বৃক্ষ একটি মনোহর
এর আগায় বসে সোনার পাখি, গেয়ে গেলো চল্লিশ বৎসর ।।
তোতা ময়না কই গেলো আজ, কই গেলো সেই কোকিলা
যার গানেতে ঘুম ভাঙ্গিয়া মানুষ হইতো উতালা
দহিছে সেই অন্তর্জালা, কাপে অঙ্গ থরথর ।।
তরুণ বয়সে এসেছিলো, গুল বেহেশতি সুন্দরী হুর
দরিয়া মন্থন করিয়া গেছে, লুটে নিছে রত্নপুর
নিশায় তখন ছিলাম বিভোর, মনটা ছিলো বেখবর ।।
কালের বাঁশি নানান সুরে, বাজতে বাজতে অবিরাম
মৃত্যু আনলো শিয়রেতে, ডঙ্কা বাজায় ধুমধাম
লয়না সে এলাহী নাম, মনে মনে রয় কাতর ।।
বেতাল হয়ে পাতাল পুরে, ধীরে এখন চলেছি
তাজা রক্তে জ্বলতি আগুন, নিভে ঠাণ্ডা হয়েছি
জালালে কয় বেঁচে আছি, দুঃখ কষ্টে নিরন্তর ।।