জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩৬০

অতি সুখে আছিরে বন্ধু, অতি সুখে আছি
আঁধারে আলোক, দুঃখ দিলে সুখ
হেরিয়া চাঁদমুখ, সকল ভুলেছি ।।
তোমায় ভালবাসি, জাতি কূল নাশি
পাড়ার পড়শি ছেড়ে দিয়াছি
দেখিতে তোমারে কত আশা করে
স্বপনের দেখাই দেখতে পেয়েছি ।।
আকুল পিয়াসা ব্যাকুল আবেগে
জন্মাবধি অনুরাগে জীবন দিয়াছি
সকলই পাশরি গেলে মোরে ছাড়ি
ছলনা চাতুরী সকল বুঝেছি ।।
প্রাণ আমার জুড়াইতে এই দুনিয়াতে
কতভাবে কতকাল তোরে খুজেছি
শেষের সময় জালাল উদ্দীন কয়
তোমাতেই আমার নিও সমাধি ।।