আমার এই যে অন্ধ আঁখি, রুপ তোমারই দেখিতে চায়
দৃষ্টি পথে কতই মতে, সেজে আছো লক্ষ প্রভায় ।।
ফিরিয়া সন্ধানে তব, যুগে যুগে হুতাশ মন
গেলো কত পীর আওলিয়া, আর যে কত নবীগণ
একান্তই নিকটে থেকে, সর্বদা সব সামনে রেখে
সুখি আছো ভিতর দেখে, দিন যেতেছে হাসি কান্নায় ।।
সকলই যে তুমি তুমি, আমি আমি আর কিছুই না
ভ্রান্ত হয়ে তোমায় লয়ে, করছি কতই কল্পনা
যাওয়া হইলোনা সার মীমাংসায়, পড়ে আছি মোহ ধাধায়
প্রাণ কাঁদিছে হায়রে হায়, পাষাণ তুমি রও কোথায় ।।
দিন থাকিতে দিলেনা আর, দেখা একটু আমারে
কোন আকাশে গেছো তুমি, কোন দরিয়ার সেই পাড়ে
অন্তরে রইলো পিপাসা, পুরাওনা মোর কোনো আশা
জলালে কয় ভালবাসা, ভুলবোনা সেই চিরনিদ্রায় ।।