জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩৫৫

আশা না পুরাইলে বন্ধু, আশা না পুরাইলে
অন্তরে আগুন, জ্বালাইয়া দ্বিগুণ, দিবানিশি কেবল ঘুরাইলে ।।
করিয়ে তোমার আশা, বাধিলাম বাসা, কীর্তিনাশা ঐ নদীর কূলে
পরাণে মিশিয়া আনন্দ হইয়া, থাকিবার ভাগ্য নাই কপালে ।।
রয়েছি দাড়ায়ে পথপানে চেয়ে, আরও চেয়ে সাজের আড়ালে
গাছের পাতা নড়ে, পরাণি চমকে, পিছনে চাহি সে আসলো বলে ।।
মরমবেদনা আর কেহ জানেনা, কত না জ্বালায় হৃদয় জ্বলে
অবলা জানিয়া পীরিতি শিখাইয়া, গৃহ ছাড়াইয়া পাগল সাজাইলে ।।