কাল সাপিনী লাল বাঘিনী, জগৎ খাইয়া হা করে
নহে সে তো দোষের দোষী, অবিচারেই পুরুষ মরে ।।
যত মেয়ে ভবের হাটে, আদ্য শক্তি তারাই বটে
কেহ যদি যায় নিকটে, তখনই তার মন হরে ।।
ফুল ফুটিলে তার বাগানে, চক্ষের জ্যোতি নেয় যে টেনে
ভক্তি দিয়া মাতৃজ্ঞানে, রইতে হয় অটল ঘরে ।
যদি হবে মৃত্যুঞ্জয়, মনরে তোমার করো জয়
না ঘটে যে ভাব বিপর্যয়, পড়ে থাক চরণ ধরে ।।
কামের বিকার মাত করিয়া, ভক্তি মার্গে উঠো গিয়া
জালালে কয় যাও চলিয়া, অগ্নিকুণ্ডের উর্ধ্বস্তরে ।।