প্রেমের বাজারে যেতে যেজন পারে
ভালো মন্দ সে কি বিচারে ?
কূল ভাসাইয়া নদী যখন অবিশ্রান্ত চলে
থাকেনা তার পূর্বগতি, জানে সকলে
জলে কলসি পূর্ণ হলে, শব্দ কিছুই থাকে নারে ।।
ফুলের সনে ফুল্লমনে, মধু যখন খায়
মধুর ধ্বনি শুনতে দেয়না কালো ভোমরায়
যে যারে চায়, যদি পায়, খোজেনা অন্য কারে ।।
রাজা যখন যুদ্ধ করে, রাজ্য কেড়ে লয়
প্রজারা সব আপনা হতে অমনি বাধ্য হয়
গুরুভক্তি জ্ঞানের উদয় হলে, না রয় কেউ অন্ধকারে ।।
পতঙ্গ পাগল হয় অগ্নি দরশনে
ঝাপ দিয়ে পুড়ে মরে, আত্ম বিস্মরণে
জালালে কয় নিগূঢ় বনে, গেলে জংলির আনন্দ বাড়ে ।।