চক্ষু কর্ণ নাসিকা আর জিহ্বা চর্ম লইয়া
ঘুরে বেড়াও দেশ বিদেশে, মিছে আমার আমার কইয়া ।।
কীসে থেকে জীবন এলো, রসভোগের তরে
জন্ম হতে আজ অবধি ভাবলেনা তাহারে
সঙ্গের সাথী বলছো কারে, ভুলের জালে আটক রইয়া ।।
দশ ইন্দ্রিয়ে পঞ্চকর্তা সাত্বিক অহংকার
তম গুণে সৃষ্টি করে, তামস ব্যাবহার
আসা যাওয়া হবেনা আর, তাদেরে চিনিলে গিয়া ।।
তেরো নদীর তিনটি ধারা, চলে উর্দ্ধ নালে
ত্রিবেণীর তে মোহনায় একসঙ্গেতে মিলে
ভাইট্যাল তরী ছাড়তে পারলে শতরুপা শক্তি নিয়া ।।
কাল হইলো উৎপত্তি জীবের, কালেই করবে লয়
পঞ্চে পঞ্চ মিশে গেলেই মরণ বলে কয়
হইবে যেদিন জ্ঞানের উদয়, যাইবে জালাল সব চিনিয়া ।।