জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১৪৭

ইয়া হাবিবু ইয়া রছুলু, নায়েবে আল্লার
দীন দুনিয়ার বাদশা তুমি, পারের কর্ণধার ।।
আরবেতে জন্ম নিয়ে, ইসলামের পথ দেখায়ে
কত কষ্ট সহ্য করলা দুনিয়ার মাঝার
আখেরেতে মদীনাতে রওজা হয় তোমার ।।
আছে যত আশেকান, তোমার লাগি পেরেশান
দয়া করে যারে তুমি দিয়েছো দিদার
ইহকালে পরকালে ভয় কি আছে তার ।।
ধনী দুঃখি দুজাহানে, চেয়ে আছে তোমার পানে
পুলছেরাতে তোমার হাতে মোহর ফাতেমার
শাফায়াতে উদ্ধারিতে বান্দা গুণাগার ।।
নূরানী ছুরতে ছবি, সকলেরই শেষ নবী
কহে পাগল জালাল কবি, ভরসা আমার
অধম জেনে দেল রৌশনে, দেখাইয়ো দিদার ।।