জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৭৯

মনের দড়ি ছিড়ে গেছে, পার শিকলে পড়ছে টান
তাইতে এখন বুঝতে পারি, হইনি আজো মুক্ত প্রাণ ।।
যে ঘরেতে বসত করি, পূর্ব পশ্চিম ফাড়ে
আসা যাওয়া করে মানুষ, উত্তরের দুয়ারে
চক্ষে না দেখিয়া তারে, রইয়া রইয়া কান্দে প্রাণ ।।
কি করিতে এসেছিলাম, কি বা করে যাই
সে হিসাবটা নিতে গেলেই, আপনা হারাই
পাগল হয়ে ঘুরিয়ে গাই, বেসুরো মাতালের গান ।।
মায়ার বেড়ি পায় লেগেছে, ছড়াইতে না পারি
রাইতে দিনে বেহুশ হইয়া, করছি হুড়াহুড়ি
জিত হলোনা কেবল হারি, গেলো আমার কূল ও মান ।।