সংসার বিদেশে বিদেশীর বেশে
মিছামিছি এসে কষ্ট পেয়ে যাইরে ।।
কার লাগি করি এই ভূতের চাকুরী
অনাহারে অনিদ্রায় কতভাবে ঘুরি
করে ধানা পানা, দেহে তো কুলায় না
বেশী দিন আর বাকী নাইরে ।।
বেজার হয়ে বসে থাকে রমণী রতন
কোথায় কি করো পুত্র কন্যা ধন
ডাকি বারে বারে, থাকে আড়ে আড়ে
ধারে কাছে কারেও পাইনারে ।।
পরেরে আনিয়ে ঘরে আপনার বদল
চক্ষের নেশাতে পড়ে দিয়েছি সকল
আজি সে অভাগী, করে রাগারাগি
ভূতে পাওয়া রোগী হইয়াছি রে ।।
কি করিতে এসেছিলাম, করে গেলাম কি
মনে হলে কাঁদি আর নয়ন মুছি
যা হবার তাই হলো, জালালে কয় বলো
প্রাণ খুলিয়ে আলেক সাঁইরে ।।