নিত্য আমার চিন্তা হতে কোনোমতে
বাঁচায়ে তুমি নেও দয়াময় ।।
করো আমায় শক্তিদান, মুক্ত পরাণ
থাকে যে সুর সকল সময়
কুচিন্তা যে ক্ষুদ্র মনে, এই জীবনে
লইতে নাহি পারে আশ্রয় ।।
চালাইয়াছো সত্য পথে, শুরু হতে
তাই তো মনে নাই কোনো ভয়
এই কারণেই মান্য করি ভক্তি ডুরি
অন্তরে হয় ভাবের উদয় ।।
তোমার মধ্যে আমার প্রাণ, সমান সমান
যুক্ত করে দেওহে হৃদয়
যতদিন মোর চলবে নিঃশ্বাস, দৃঢ় বিশ্বাস
ছোটেনা যে আর কোনো সময় ।।
এই আমারই শেষ নিবেদন, খুব আকিঞ্চন
শুদ্ধ হয়ে জালালে কয়
যাবার বেলা, বুক মিশাইয়া, আদর দিয়া
নিও যেথায় তুমিময় ।।