ভালো মন্দ বুঝিসনে আর, খুজে নে তোর মন মানুষে
সারা জীবন দুয়ে যখন বসত করে যাও আপোষে ।।
আকাশ পাতাল যার মহিমায়, যার নামটি লতায় পাতায়
সেইতো বসে দ্বীপ দরিয়ায়, রাখিতেছে হুশ বেহুশে ।।
জীব তুমি নামে নামী, থাকিয়া সে অন্তর্যামী
করিয়া বিপথগামী, কপাল মাখে পাপ কলুষে ।।
সে করে যায় নিদ্রা আহার, ভুক্তভোগী নামটি তোমার
পরম যিনি প্রাণের আধার, রক্ত বীর্য খায় যে চুষে ।।
পরমে প্রাণ মিশাইলে, খেলা করে প্রেম সলিলে
দেখা দেয়না খুজতে গেলে, মুগ্ধ মায়া ভাব দোষে ।।
দুগ্ধে যেমনি আছে মাখন, তোমাতে সেই প্রভু তেমন
ভিন্ন নাহি হবে কখন, বলছি কথা খুবই রোষে ।।
ধর্মাধর্ম ন্যায় অন্যায়, জালালে কয় এ দুনিয়ায়
নামাজ রোজা বেশতের আশায়, করে যত কাপুরুষে ।।