না চাহিতে না কহিতে, গড়েছো এই দেহ আমার
ইচ্ছা করে যা দিয়েছো, তাতেই চলে এ সংসার ।।
তুমি আবার চাও কি তবে, বদলা নিতে এই ভবে
পাওনা ঋণটা ছিলো, খুজে পাইনা হিসাব তার
কোনোদিন করিনাই দেনা, তবে আবার কীসের পাওনা
মিছে এসব টাল বাহানা, ফাঁন পাতলে সাঁই চমৎকার ।।
তুমি সর্বশক্তিমান, স্বেচ্ছাতে সব করছো দান
গেয়ে ফিরি গুণের গান, তাইতো তোমার পুরস্কার
ত্রিসন্ধ্যা রোজা নামাজ, তপ জপেতে শক্ত কাজ
তোমার কাছেই পাওনা আজ, বাকী আছে শুধিবার ।।
প্রাপ্য আদায় করতে হবে, জানিনা তুই দিবে কবে
জালাল উদ্দিন খুব নীরবে, ভাবছে তাহা অনিবার
আমি খুবই ক্ষুদ্র বলে, যাবে কি তুই পায়ে ঠেলে
সত্য খোদা হয়ে থাকলে, সত্য যেন হয় বিচার ।।