জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৯৮

লাভের আশায় করলে কি হায়
আসিয়া এই ভবের হাটে ।।
বাজারের ভাউ জানেনা মনের কানা
যমের থানা হয় নিকটে
ছয়জন আছে কর্মচারী, চালাক ভারী
কেউ না তাদের সঙ্গে আটে ।।
আনিলে রত্ন সোনা, হীরা দানা
করতে দুনা ব্যাপার বটে
রাস্তায় ডাকাইতে জুটে, নিবে লুটে
ফন্দি কিছুই নাহি খাটে ।।
জালালের পড়ছে লোকসান, মান অপমান
কিছুই নাহি আছে মোটে
স্বভাব নষ্ট সঙ্গগুণে, নিশিদিনে
বিলায়ে ধন ঘাটে মাঠে ।।